বোয়ালমারীতে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:০০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীতে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তেলজুড়ী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপলক্ষ্যে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচের পর এ মেলার প্রধান অনুষঙ্গ হচ্ছে আমিত্তি, গজা ও অন্যান্য মিষ্টান্ন। সাথে ইলিশ মাছ আর গেন্ডারি, আখ, পালংসহ রকমারি আসবাবপত্র।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আজিজুল আকিল ডেভিট শিকদার।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন আহমেদ মিয়া নিউটন।

মেলার সভাপতি শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ।

ছোট বড় প্রায় ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। শত বছর পূর্ব হতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ইএইচ