তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৬:৪৯ পিএম

ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের গ্রাহকদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাসের প্রধান কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী।

সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন এমআরএ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

এমআরএ যুগ্ম পরিচালক প্রদীপ কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সাসের কর্মকর্তা খান মো. শাহ আলম, গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা এ এস এম মুজিবুর রহমান, শিক্ষক গোলাম মোস্তফা, স্বপন কুমার মিত্র, সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, ঋণ গ্রহণকারী কাকলি মন্ডল, পাপিয়া সুলতান, আব্দুল আহাদ, বিল্লাল হোসেন, আমিনুর ইসলাম, আনোয়ারা বেগম প্রমুখ।

গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন।

ইএইচ