ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারী আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:৩৭ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপির মায়াবী ঝর্ণা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২ এর সাব পিলার ৪ এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াবী ঝর্ণা এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় স্থানীয় জনসাধারণ তাদেরকে আটক করে সংগ্রাম বিওপির টহলদলের নিকট স্থানান্তর করে।

এ সময় মানব পাচার চক্রের অন্যতম সদস্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জুয়েল রানা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা গ্রামের মোজাফফর গাজীর মেয়ে নুর নাহার, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলি গ্রামের খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশি চার নারীসহ মানব পাচারকারী চক্রের সদস্য মো. জুয়েল রানার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামিদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

ইএইচ