বাঞ্ছারামপুরে গণপিটুনি দিয়ে ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৯:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কাউছার (৪০), ফারুক মিয়া (৪৮), আল আমিন (২৪), নুরুল হক বাপ্পী (২২) ও শ্রীধাম চন্দ্র সরকার (৩৮)।

এদের মধ্যে গণপিটুনিতে গুরুতর আহত ফারুক এবং কাউছারকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল বলেন, ছয়ফুল্লাকান্দি বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় ৫ ডাকাতকে আমরা আটক করেছি। এলাকাবাসী এদের গণপিটুনি দেয়। এদের মধ্যে দুজনের অবস্থা অবনতি হলে পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে  থানা হেফাজতে রয়েছে। ব্যবসায়ী থানায় এসেছেন অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ইএইচ