বাঘাইহাট বিজিবি’র একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:১৯ পিএম
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪) বিজিবি | ছবি: আমার সংবাদ

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪) বিজিবি‍‍’র একাদশপ্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪) বিজিবি‍‍’র সদর দপ্তরে একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১তম প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটেন খাগড়াছড়ি বিজিবি‍‍`র সেক্টর এর রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি।

পরে ৫৪ বিজিবি‍‍’র সকল সেনাসদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি।

এসময়  আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি‍‍`র অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুর রহমান পিএসসি, বাঘাইছড়ি মারিশ্যা ব্যাটালিয়ন ২৭বিজিবি‍‍`র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পিএসসি, বাঘাইহাট জোনের ৬ই বেংগলের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন, পিএসসি, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানাসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। 

বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, আমন্ত্রিত অতিথিবৃন্দকে প্রীতিভোজে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান। 

বিআরইউ