টাঙ্গাইলের ঘাটাইলে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়া জানী সিডিসি কনফারেন্স কক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনা মনি খানম, প্রোগ্রাম অফিসার মো. জাকারিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহের উপর, শিশু আইন ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ, সম্পর্কিত তথ্যাদি নিয়ে আলোচনা করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইএইচ