পাটগ্রামে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৬:৪২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চত্বরে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

পাটগ্রামের বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- ধবলগুড়ি চতুরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলার বৈরাগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা প্রধান মিথুন, টংটিং ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েদ ও পাটগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন মনি, শমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির শাহীন, ছাট পানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল কাফি, এবং পেদীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুল ইসলাম সেলিম প্রমুখ।

ইএইচ