বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিতার পরিবারকে অনুদান প্রদান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:৫৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত জয়পুরহাটের রিতা আক্তারকে পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে কালাই পৌরসভা।

নিহত রিতা আক্তার জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

রোববার দুপুরে কালাই পৌরসভা কার্যালয়ে রিতার পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক তুলে দেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌরসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

অনুদানের চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মাতা আয়েশা বিবি ও বাবা আশরাফ আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।

পরে রিতার বাবা আশরাফ আলী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ ৩৯৫ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন।

ইএইচ