ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৫৭ পিএম

ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নিতা নিতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ছাত্র সমাজ ও সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের কাছে নতুন ব্রিজের উপরে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন- হযরত মাওলানা মুফতী রুহুল আমিন, হযরত মাওলানা মোস্তফা কামাল, হজরত মাওলানা হাফিজুর রহমান, হজরত মাওলানা আ. আজিজ, হযরত মাওলানা রেজওয়ান, ছাত্র নেতা সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় ছাত্রনেতা সবুজ ভরতের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

ইএইচ