বরগুনায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০২:৪৫ পিএম

বরগুনায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন তারা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালন করা হয়।

নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ  আক্তার, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান, সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভীন সীমা, নার্সিং স্টুডেন্ট সালমান রহমান শুভ, লামিয়া আক্তার রিতুর  নেতৃত্বে বরগুনা নার্সিং ইনস্টিটিউট, সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউট, বরগুনা  সরকারি জেনারেল হাসপাতালের শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, ১ অক্টোবর ৩ ঘণ্টা এবং পরদিন ২ অক্টোবর ৫ ঘণ্টা কর্মবিরতির পালন করবে চাঁদপুরে নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

ইএইচ