সেন্ট যোসেফস্ স্কুলে উদ্যোক্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৫:৫৬ পিএম

দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে ‘বিজ্ঞানের স্পর্শে আগামী প্রজন্ম’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ ও বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ৩০টি উদ্যোক্তার স্টলের সমন্বয়ে উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাইয়ের সভাপতিত্বে সকল অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৭৫ জন শিক্ষার্থী ১২৫টি প্রজেক্ট প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞান মেলায় ১ অক্টোবর মঙ্গলবার সকালে বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ৩০টি উদ্যোক্তার স্টলের সমন্বয়ে উদ্যোক্তা মেলার উদ্বোধন এবং দুপুর ১টা ৩০ মিনিট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ