ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৮:৩৮ পিএম

ভারতের বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অভয়নগর ইমাম পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা গোলাম মওলার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, পেশ ইমাম মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবু তালহা, শিক্ষার্থী আশিকুজ্জামান, রাকিব পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি জালাল উদ্দীন, মুফতি আবু মুসা, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুফতি নাঈমুর রহমান, মুফতি সরওয়ার হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেনসহ শতশত ধর্ম প্রাণ মুসলমান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ইএইচ