হত্যা মামলা

কুষ্টিয়া-৪ সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০১:৪৩ পিএম

যৌথ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) জাতীয় সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার চানচাল্যকর সুজন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১২ (কুষ্টিয়া) জানায়, ১৩ সেপ্টেম্বর   কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে পূর্ব শত্রুতার  জের ধরে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে টাকিমারার ইসমাইল মালিথার ছেলে মো. সুজন মালিথা (৪৫), কে  নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ব্যাপারে কুষ্টিয়া  সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ