‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মন্জুর মোর্শেদ ও মো. আশ্রাফুজ্জামান, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ আব্দুল বারী, বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ , ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ, বিভিন্ন পূজা মণ্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। সকলের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সজাগ দৃষ্টি রেখে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় শারদীয় দুর্গা উৎসবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ সতর্কবস্হায় থাকবে সোনারগাঁও থানার পুলিশ বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পূজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা।
বছর উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৩৬ টি পূজা মণ্ডপে পূজা অর্চনা করা হবে।
বিআরইউ