গ্রেপ্তার ৪

সরিষাবাড়ীতে আ.লীগের ১৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৪:৪১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার কামরাবাদ গ্রামের বিএনপির সমর্থক মো. অলিল মিয়া বাদী হয়ে ৪৫ জনকে এজাহারভুক্ত এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছেন সরিষাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম নিটোল, পোগলদিঘা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ. বারেক, পৌর আ.লীগের সদস্য ও বাউসী বাজার হাট বিটার মোয়াজ্জেম হোসেন, পৌর ৩নং ওয়ার্ড আ.লীগ কর্মী আফজাল হোসেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘অলিল মিয়া নামে একজন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪৫ জনকে এজাহারভুক্ত এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তাদের মধ্যে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বুধবার বিকালে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ