উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৬:৪১ পিএম

বাংলাদেশ রেলওয়ের উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে দুই কর্মকর্তার অপসারণ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।

অভিযুক্ত এ দুই কর্মকর্তা হলেন বিভাগীয় ব্যবস্থাপক মো. আব্দুস সালাম ও সহকারী পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র-ছাত্রী ও রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত কর্মসূচিতে উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণ চেয়ে বক্তব্য দেন- রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতা খন্দকার আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, একে মোস্তফা জামান লেলিন, শামসুজ্জামান সুজা, সুজন রহমানসহ আরও অনেকে।

ইএইচ