কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৮:১৪ পিএম

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা এবং  তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা। দুজনে খাদ্য ব্যবসায়ী হিসেবে পরিচিত।

উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, উলিপুরে রাজা নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে ৪ আগস্ট দেশে অরাজকতা সৃষ্টি,শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও ভাঙচুরের ঘটনার মামলা রয়েছে। তাদেরকে শুক্রবার বিকালে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ‌্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ