পিরোজপুর বিশ্ব শিক্ষক দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৪:২৩ পিএম

অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্কিট হাউস থেকে র‍্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিরোজপুর মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান্।

বক্তব্য দেন- পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার, সরকারি মহিলা কলেজের  রসায়ন  বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম, পিরোজপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ  ইলিয়াসুর রহমান প্রমুখ।

ইএইচ