মাটিরাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৮:১০ পিএম

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন   আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়  থেকে  বর্ণিল আয়োজনে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

 এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুর মোল্লা,মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা সিনিয়র ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা আলুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আরএস