ময়মনসিংহের প্লাবিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৫:৫৮ পিএম

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার ও পানিবন্দি মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। সমাজের বিত্তবান মানুষদের ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

এর আগে, বৃহস্পতিবার থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে নিম্নচাপ ও ভারী বর্ষণের ফলে ময়মনসিংহ নগরীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।  আকস্মিক এ দুর্যোগ গ্রামগুলোর লক্ষাধিক পানিবন্দি মানুষকে সীমাহীন দুর্ভোগে ফেলেছে। দিনভর মুষলধারে বৃষ্টি হওয়ায় ভারত সীমান্তবর্তী এসব গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ইএইচ