মা ইলিশ রক্ষায় পিরোজপুরে টাস্কফোর্স কমিটির সভা

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৩:০৮ পিএম

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়ন উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, পিরোজপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু জাফর প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা কতটা বাড়বে সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হবে। তালিকা হালনাগাদ করে তাদের সহায়তা দেয়া হবে।

ইএইচ