ফেনীতে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৪:৫৭ পিএম

আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে, নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে সোমবার ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিকের নেতৃত্বে শুরু হওয়া মৌন মিছিলটি কলেজ ক্যাম্পাসের বকুল তলা থেকে শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বর হয়ে পুনরায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে স্মরণসভায় মিলিত হয়।

মিছিলে অংশ নেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর, সিফাত উদ্দিন শাহরিয়ার,  কাজী মারুফ, আবু নওসের মজুমদার সানী, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম বাবলু, বিএসসি ডিপার্টমেন্ট ছাত্রদলের আহ্বায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সমাজকর্ম ডিপার্টমেন্টের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সানজিদা নবী পুমেল, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা পারভেজ, বিজ্ঞান বিভাগের সদস্য সচিব সাগর, বিএ ডিপার্টমেন্টের সদস্য সচিব  মতিউর রহমান আশিক  বিএসএস ডিপার্টমেন্টের সদস্য সচিব সামিউল আহসান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আলম, বিবিএস ডিপার্টমেন্টের যুগ্ম আহ্বায়ক ওমর সিদ্দিক, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা নোমানুল হক নোমান, মোহাম্মদ হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ইএইচ