আশুলিয়ায় ভূয়া ডাক্তারের হাতে প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:০৬ পিএম

সাভারের আশুলিয়ায় অপারেশনের সময় ভুয়া ডাক্তারের হাতে পারভিন আক্তার (৩৬) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।  

এর আগে রোববার (০৬ অক্টোবর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হাসাপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- অস্ত্রোপচার করা ভুয়া চিকিৎসক রাজু আহম্মেদ, হাসপাতালের পরিচালক জহুরা বেগম ও ম্যানেজার সিরাজুল ইসলাম।

নিহত পারভিন আক্তার রাজবাড়ি জেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।    

জানা যায়, ভুয়া চিকিৎসক রাজু আহম্মেদ এসএসসি পাসের পর আর লেখাপড়া করেননি। তিনি অন্যের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডা. আতিকুর রহমান সেজে চিকিৎসা করতেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।

নিহতের স্বজনরা জানান, এটা পারভিনের তিন নাম্বার অপারেশন। তার আগের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। গতকাল অপারেশনে তার মেয়ে হয়েছে। এই হাসপাতাল বাড়ির কাছে হওয়ায় এখানে অপারেশন করাতে নিয়ে আসি। কিন্তু তারা ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করে তাকে মেরে ফেলল। গতকাল দুপুরে অপারেশনের সময় তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের স্বজনরা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, রাতে হাতপাতাল থেকে ওই ভূয়া ডাক্তারসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।

আরএস