বহিরাগত লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা,পদত্যাগ করে পালালেন প্রধান শিক্ষক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফারুক মিয়ার বিরুদ্ধে বহিরাগত লোকজন দিয়ে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা করানোর অভিযোগ উঠেছে। হামলায় দশজন শিক্ষার্থী আহত হয়েছে। দুর্নীতির অভিযোগে  গত দুই মাস যাবত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।

সোমবার (০৭অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে প্রায় দুই মাস পর প্রধান শিক্ষক ফারুক মিয়া বহিরাগত লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিলে বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। 

পরবর্তীতে শিক্ষার্থীরা বহিরাগতদের ধাওয়া দিলে বহিরাগতরা বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তার কক্ষে নিয়ে অবরুদ্ধ করে পদত্যাগের দাবি করলে প্রধান শিক্ষক ফারুক মিয়া পদত্যাগ করলে পরে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেয়।

আহতরা হলেন, হীরা মনি, মো. হৃদয়, মো. শুভ, মো. শাহাদাত, যাকিয়া আক্তার, যুবরাজ দাস, জাহিদ হাসান, ইয়াছিন, সোহাগ মিয়া, বিল্লাল মিয়া, মো. রাফি, অপু দাস।

খোঁজ নিয়ে জানা যায়, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফারুক মিয়া নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকায় গত দুই মাস ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক ফারুক মিয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। তার বিরুদ্ধে গত কমিটির সভাপতিসহ কয়েক সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও জেলা প্রশাসক এর কাছে তার অনিয়মের বিষয়টি লিখিতভাবে জানালেও রহস্যজনক  কারণে তা আলোর মুখ দেখেনি। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে প্রায় দুই মাস পর বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক ফারুক মিয়া সাথে তিনি বহিরাগত অনেক লোকজন নিয়ে আসেন। তিনি বিদ্যালয় আসার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেয় বিভিন্ন স্লোগান দিতে থাকে এ সময় বহিরাগত লোকজন শিক্ষার্থীদের বাধা প্রদান করে এবং নানাভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকলে বহিরাগত লোকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায় এই সময় ১০ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা একজোট হয়ে বৈরাগতদের দাওয়া দিলে বইরা কতটা পালিয়ে যায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তার রুমে অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।  পরে প্রধান শিক্ষক পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করেন দুপুরে।  

এবিষয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শুভ বলেন,  দুপুরে বহিরাগতদের নিয়ে আমাদের প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে বহিরাগতরা আমাদেরকে ইটের খোয়া দিয়ে ঢিল ছোরে। এতে আমরা অনেকেই আঘাত প্রাপ্ত হই। আমরা প্রধান শিক্ষক ও বহিরাগতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

দশম শ্রেণীর শিক্ষার্থী হিরা মনি আক্তার বলেন, হঠাৎ বহিরাগতদের নিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হলে বহিরাগতরা আমাদের উপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সঠিক বিচার দাবি করি।

ফরদাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. আফজাল হোসেন সরকার বলেন, আজকের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার সময় বহিরাগতদের এসে আমি শান্ত করেছি। একজন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসবে ভালো কথা কিন্তু বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা হট্টগোল চালাবে কেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর বেগম বলেন, আমাদের বিদ্যালয় আজকে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত নিন্দা জনক একটি ঘটনা। আমার বেশ কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের আক্রমণে আহত হয়েছে আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের দৃষ্টি কামনা করি যেন সুস্থ তদন্ত করে তাদের বিচার করা হয়। আমরা অভিভাবকদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিব।

আরএস