নাগরপুরে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:১৪ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিসার মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে উপজেলার ২ শত কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণ কার্যের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ ভৌমিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ।

চলতি খরিপ- ২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাষকলাই এবং ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়।

ইএইচ