বরগুনায় নৌবাহিনী কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন

বরগুনা প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:৩৩ পিএম

খুলনা অঞ্চলের বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে শত বছরের ঐতিহ্যবাহী বরগুনার সার্বজনীন আখড়া বাড়ির পূজা মন্দির পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় সার্বজনীন আখড়া কমিটির সভাপতিসহ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্দির চত্বরে পূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আখড়া কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা হয়।

এ সময় আইন সৃঙ্খলার উপরে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল সাদেক তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজা বরগুনায় যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা রয়েছেন। পূজা উদ্‌যাপন কমিটির স্বেচ্ছাসেবকদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিআরইউ