ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ শুরু করেছে মাগুরা জেলা বিএনপি।
বুধবার মাগুরা হাজী রোড, চৌরঙ্গী মোড়, কলেজ পাড়া, ভায়না মোড়, ঢাকা রোডসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাগুরা জেলায় আমাদের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত মাসে এ জেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা একাধিক এবং আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন হাজারের মতো। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতালগুলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন মাগুরা জেলা বিএনপি।
সাবেক মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. পিকুল হোসেন খান বলেন, ডেঙ্গু রোগের সচেতনতা ও প্রতিকারের জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও লিফলেটের মাধ্যমে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুরু হওয়া কার্যক্রমে উপস্থিত ছিলেন- মো. পিকুল হোসেন খান সাবেক মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, মো. ফিরোজ আহমেদ সাধারণ সম্পাদক জেলা যুবদল, মাগুরা সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির, শামিম হোসেন মিলন প্রমুখ।
ইএইচ