নানিয়ারচর সেনাজোন কর্তৃক দুর্গাপূজা অনুষ্ঠানে প্রণোদনা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৪:৩৮ পিএম

রাঙামাটির নানিয়ারচর সেনাজোন ১০ বীর কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা করা হয়েছে।

কর্মসূচিতে জোনের আওতাধীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হয়েছে।

এ সময় নানিয়ারচর সেনা জোন অধিনায়ক লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) নানিয়ারচর জোন মন্দির সভাপতির নিকট প্রণোদনা হস্তান্তর করেন।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

অন্যদিকে স্থানীয়রা জানান, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

ইএইচ