মা ইলিশ সংরক্ষণ অভিযানে সচেতনতামূলক সভা

ভেড়ামারা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৫:৪৬ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা, ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মোকারিমপুর ইউনিয়নের সলেমান শাহ দরবার শরিফ চত্বরে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

তিনি বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ এইটা রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ১৩ অক্টোবর  থেকে ৩ নভেম্বর এই ২২ দিন সরকারিভাবে  মাছ আহরণ পরিবহণ মজুত করা নিষিদ্ধ। এ সময় জেলেরা পরিবার যেন কষ্ট না পায় তার জন্য সরকার উপজেলার নিবন্ধনকৃত ৩৩২ জন মৎস্য চাষিকে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিজনকে ২৫ কেজি চাল দেওয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, লক্ষীকুন্ডা নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান মনির, এসআই সিমুল, সাংবাদিকসহ মৎস্য চাষিরা।

ইএইচ