নীলফামারীতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৬:২৪ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারীতে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক -আল-মাসুদ।

বৃহস্পতিবার বিকালে শহরে বড় বাজারে অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় ডিম, আলু, পেঁয়াজ প্রভৃতি খুচরা পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের সাথে কথা বলেন। প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামসুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দিন, কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুসুম, ক্যাব সভাপতি গওহর জাহাঙ্গীর রুশোসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

ইএইচ