পত্নীতলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৮:১২ পিএম

নওগাঁর পত্নীতলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন।

শুক্রবার উপজেলার বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের কাছে অনুদান প্রদান করেন ইউএনও।

পরিদর্শন শেষে পূজামণ্ডপের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জানান, এবারে উপজেলার ৮২টি মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, ট্যাগ অফিসার ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশও।

ইএইচ