গোয়ালন্দে সমাজ ও রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সুধীজনের সেমিনার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৪:৩১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে আগামীতে সমাজ ব্যবস্থা জনকল্যাণ ও রাষ্ট্রের শাসন ব্যবস্থায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সুচিন্তিত মতামত জানতে সেমিনারের আয়োজন করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ হলরুমে শনিবার দুপুর ১২টায় গোয়ালন্দ স্টুডেন্ট কমিউনিটি ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা   জনকল্যাণ, শাসন বন্দোবস্ত ও রাষ্ট্রচিন্তা শীর্ষক নামক ওই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বক্তব্য দেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ উপজেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌরসভা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে অধ্যক্ষ আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, গোয়ালন্দ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শিক্ষক মো. আব্বাস আলী মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মেহেদুল হাসান আক্কাছ (সাংবাদিক) প্রমুখ।

ইএইচ