গোদাগাড়ীতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:১৫ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে চুরি ঠেকাতে ড্রাগন ফল বাগানে খোলা তারের মাধ্যমে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন বাগান মালিক আলিমউদ্দীন। এই তারের পাশ দিয়ে জমিতে যাওয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ামিন (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর মাঠে ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছেন। নিহত ইয়ামিন (২৫) উপজেলার বোগদামারী কৃষ্ণ বাটি গ্রামের আবুল কালামের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ড্রাগন বাগানের পাশে দিয়ে ধানী জমিতে পানি দেয়ার জন্য যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় যুবক। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ইএইচ