পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:০৭ পিএম

নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর বুড়িতিস্তা জলাশয়ের অবৈধ দখলদারের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রংপুর কেন্দ্রের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলীসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তব্য দেন, উত্তরাঞ্চলের রংপুর পানি উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সর্কেল-১ আহসান হাবিব, রংপুর সর্কেল-২ মিজানুর রহমান, ঠাকুরগাঁও সার্কেলের প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, নীলফামারী বাপাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান।

মানববন্ধন শেষে আইনবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

ইএইচ