কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:১২ পিএম
কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা।

সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।

এ সময় কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহাম্মেদ, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

ইএইচ

AddThis Website Tools