লোহাগাড়াবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস

পাবলিক প্রসিকিউটর হলেন তরুণ আইনজীবী এরফান

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০১:৪৪ পিএম

চট্টগ্রাম আদালতের তরুণ আইনজীবী মো. এরফানুর রহমান পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ নিয়োগ পেয়েছেন।

তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়ার কৃতি সন্তান। তাঁর এই অর্জনে চট্টগ্রাম থেকে তাঁর জন্মস্থান লোহাগাড়ায় আনন্দে ভাসছে।সর্বস্তরের জনসাধারণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১৬ অক্টোবর (বুধবার) উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পাবলিক প্রসিকিউটর হিসেবে ঘোষণা আসে।তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে ঘোষণার পর-পর আদালত পারায় ও তাঁর নিজ গ্রামে সর্বস্থরের মানুষের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছাস দেখা গেছে।

একে অপরকে মিষ্টি মুখ করান।এরফানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর  ইউনিয়নের পুরাতন থানা রোডের সিকদার পাড়ার  হাবিবুর রহমানের ছেলে। আইনজীবী সমিতিতে যোগদান ২০১২ সালে করেন।

এছাড়া তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।  ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন।

বিআরইউ