দাফনের ৭২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৫:৩৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিশালের লাশ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রশাসনের সহায়তায় লাশ উত্তোলন করা হয়।

বিষয়ে বিশালের বাবা বলেন- সঠিক বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করার হুকুম দিয়েছি। সুষ্ঠু তদন্ত করে যেন সঠিক বিচার পাই সেই আশা করছি।

বিশাল নিহত হওয়ার ১৪ দিন পর গত ১৮ আগস্ট তার বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শেখ হাসিনাকে আসামি করে ১২৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করে।

জয়পুরহাট আমলি আদালত ১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ বৃহস্পতিবার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, সিভিল সার্জন কার্যালয়ের ডা. শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ