শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বিসিজি স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২১ কেজি হরিণের মাংসসহ ২ জন শিকারিকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোস্ট গার্ড পশ্চিম জোন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১ টি মোটরসাইকেলসহ ২ জন শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মোটরসাইকেল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. মুনতাসির ইবনে মহসীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
বিআরইউ/ইএইচ