ফেনীতে ২ কোটি ২৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৭:২০ পিএম

ফেনীতে ২ কোটি ২৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ বিজিবি।

রোববার জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর, লম্বাটিলা, হাবিলদারবাসা এবং পরশুরাম উপজেলার দক্ষিণ যশপুর নামক সীমান্তবর্তী স্থান থেকে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জেলার সীমান্ত এলাকা খেজুরিয়া, তারাকুচা, মধুগ্রাম, চম্পকনগর, যশপুর এবং মজুমদারহাট বিওপির বিজিবি সদস্যরা শনিবার দিবাগত রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, কাশ্মীরি শাল, থান কাপড়, চশমা, পার্ক চকলেট, সিগারেট এবং নানা প্রকারের ওষুধ আটক করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে তাদের এ আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত মালামালগুলো ফেনী কাস্টমসে প্রেরণ করা হয়েছে।

ইএএচ