চুয়াডাঙ্গায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়।
এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিআরইউ