ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৪১ পিএম
ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানার দায়ের করা ধর্ষণ মামলায় খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারী ও শিশু আদালতে বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

এ বিষয়ে ওমর ফারুক নয়ন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মামনুল হককে হেয় প্রতিপন্ন করার জন্যই নারী দিয়ে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। মামুনুল হক তার বৈধ স্বামী ওই নারী নিজের মুখে স্বীকার করেছেন।

ওই নারী বলেছেন তার ইচ্ছার বিরুদ্ধে জিম্মি করে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মামুনুল হক অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েল রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে হেফাজত ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে অবস্থান নিয়ে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় গত ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় ওই স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় মামুনুল হককে আসামি করা হয়। এই মামলায় তিনি জামিনে ছিলেন।

ইএইচ

AddThis Website Tools