রাঙামাটিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৬:০৪ পিএম

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী জাতীয় এইচপিভি টিকাদান প্রদানের লক্ষ্যে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

এ সময় রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা আরও জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ১৮ কর্মদিবস পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে প্রথম ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরের ৮ দিন ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে। আর রাঙামাটি জেলার যে সকল দুর্গম এলাকা আছে সেখানে ছাত্রীদের টিকার আওতায় নিয়ে আসতে স্বাস্থ্য বিভাগ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন- আমরা চাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা তার সমমানের ৫ম থেকে ৯ম শ্রেণি শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকার আওতায় নিয়ে আসতে।

ইএইচ