পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাচেষ্টা মামলা করে বাড়ি ফেরার পথে বাদীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় এমন ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন- কোলাদী গ্রামের নীচ পাড়া মহল্লার মৃত ইয়ার আলী প্রামাণিকের ছেলে মো. আলাউদ্দিন প্রামাণিক (৪২)। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযুক্তরা হলেন- কোলাদী গ্রামের মসজিদ পাড়ার নিচপাড়া গ্রামের আব্বাস আলী খান মন্টুর ছেলে মুকুল হোসেন খান, আ. মতিন খান, আ. মোমিন খান, মহসিন আলম খান, মুকুল খানের ছেলে মহিদ হোসেন খান। মুকুল খানের নামে থানায় ৪টি মামলা রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মুকুল খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
ইএইচ