মঠবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যা: আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৪:১১ পিএম

পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার চোখের সামনে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় সমাজ সেবক মোস্তফা মোল্লার সভাপতিত্বে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, মো. ইসমাইল হোসেন, মো. হালিম, মজনু মিয়া, আব্দুস সালাম খান, বেলায়েত হোসেন, আক্কাস আলী, তাজেনুর বেগম, নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা, মা ফিরোজা বেগম ও স্ত্রী আনিসা বেগম প্রমুখ।

শরণখোলা থানার ওসি এএইচ এম কামরুজ্জামান খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যেহেতু নদীর মধ্যে, তাই নৌপুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল আলম বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আসামি গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

ইএইচ