খন্দকার আবু আশফাক

দোহার-নবাবগঞ্জে কোন অন্ধত্ব রোগী থাকবে না

দোহার (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৫:৪৩ পিএম

আগামীতে ঢাকার দোহার-নবাবগঞ্জে কোন অন্ধত্ব রোগী থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।

শনিবার ঢাকার দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু আশফাক আরও বলেন, যারা চোখে দেখার সক্ষমতা হারিয়েছেন তাদের জন্য এই সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।

কর্মসূচিতে প্রায় একহাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ওষুধ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বখস্, জেলা গভর্নর সামসুল আলম, গ্লোবাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমসহ লায়ন্স ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ