দৌলতখানে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৩৭ পিএম

ভোলার দৌলতখানে যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও  দেশীয় অস্ত্রসহ আটকৃত লোকমান হোসেন (৫০)ও তার ছেলে হাসনাইন (২৩) নামের ২ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।

একই দিন বেলা ১১ টায় স্টাফ অফিসার (অপারেশান্স) লে. কমান্ডার রিফাত আহমেদ,কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বেশকিছুদিন ধরে ভোলা জেলার দৌলতমান উপজেলাধীন চরপাতা এলাকায় মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মো. লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোব রাত দেড় টা হতে ভোর ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্র ২ টি রামদা, ১ টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি ছুরি ও ১ টি চাপাতিসহ তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসী মো. লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৪ নং চরপাতা ইউনিয়ানের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে। পরবর্তীতে আটক দুই সন্ত্রাসীকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

বিআরইউ