কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৬:৪২ পিএম

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পরিত্যাগ করে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা যুবদল।

রোববার সকালে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খাঁন টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজবসহ জেলা উপজেলা, পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সংগঠনের ২০ নেতা কর্মী রক্তদান করেন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাবের ডাক্তাররা।

ইএইচ