পাংশায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৭:৪৯ পিএম

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলি ও ককটেলসহ মো. মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

শনিবার রাতে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পাংশা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশায় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করাসহ মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছিল।

এ ঘটনায় পাংশা মডেল থানায় মকলেছ মণ্ডলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে গোপনে পুলিশের কাছে তথ্য প্রদানের আহ্বান জানান। সেই সাথে সকলকে আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন।

ইএইচ