রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০২:৫৭ পিএম

রাজবাড়ীতে অস্ত্র ও গুলির মামলায় মো. আলম মন্ডল (৪০) নামে এক সন্ত্রাসীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ রাউন্ড গুলি রাখার দায়ে আরও ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তর পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মণ্ডলের ছেলে।

মঙ্গলবার দুপুর ১২টার সময় রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।

রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামি আলম মণ্ডলের কাছে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২টি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে আমরা রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

ইএইচ