রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে ৩ মাসের কারাদণ্ড

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৫৪ পিএম

ঝিনাইদহের মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জালাল হোসেন আজমপুর ইউপির রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, পৌর এলাকার কলেজ বাসস্ট্যান্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অপরিচ্ছন্ন জায়গায় পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভেটেনারি সার্জনের অনুমতি না নিয়ে রোগাক্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। রোগাক্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ মাংসের দোকান সিলগালা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।

ইএইচ